স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮
ঢাকা: রাজধানীর মতিঝিলে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করছে মতিঝিল থানা-পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) রাত ২ টা ৫০ মিনিটে মতিঝিলের ফকিরাপুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. ইয়াসিন (৩০)।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিলের বাসিন্দা মো. আলী (২০) বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাসা থেকে বের হন। রাত আড়াইটায় তিনি ফকিরাপুল জিনেট টাওয়ারের সামনে এলে একটি সিএনজি অটোরিকশা যোগে চারজন ছিনতাইকারী এসে তার পথ রোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মো. আলী তাদেরকে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় ও একপর্যায়ে গ্রেফতার হওয়া ইয়াসিন মো. আলীর শরীরের বাম দিকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আঘাত করে।
এ সময় ইয়াসিনসহ তার সহযোগীরা মো. আলীর কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ ৫৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত মো. আলীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ও ডিউটিরত মতিঝিল থানার একটি টহল টিম দ্রুত এগিয়ে যায়। থানার টহল টিমটি তাৎক্ষণিক ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা ফকিরাপুল মোড়ের দিকে পালাতে থাকে। এক পর্যায়ে ফকিরাপুল মোড়ের কাঁচা বাজারগামী সড়কে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটকের সময় সিএনজির চালকের আসনে ছিল গ্রেফতার হওয়া ইয়াসিন। এ সময় তার হেফাজত হতে একটি ধারালো ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটি অটোরিকশাটি উদ্ধার করে। অভিযানের সময় ইয়াসিনের তিন অজ্ঞাতনামা সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মো. আলীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ইয়াসিন ও পলাতক অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতার ইয়াসিন একটি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। উল্লিখিত ছিনতাইয়ের ঘটনায় নিজের এবং তার সহযোগীদের সংশ্লিষ্টতার কথা সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলানিউজবিডিহাব/ইউজে/এমপি