সিটিকে ৫ গোলের লজ্জা দিল আর্সেনাল

Featured Image
PC Timer Logo
Main Logo

সিটিকে বিধ্বস্ত করল আর্সেনাল

এবারের মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না তাদের। প্রিমিয়ার লিগের শিরোপার আশা কার্যত শেষ হয়ে গেছে আগেই। ম্যানচেস্টার সিটির সামনে এখন শীর্ষ ৪ নিশ্চিত করাই বিশাল চ্যালেঞ্জ। সেই লড়াইয়ে বড় ধাক্কা খেল সিটিজেনরা। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলা আরও কঠিন করে তুলল পেপ গার্দিওলার দল।

শীর্ষে থাকা লিভারপুলের সাথে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে সিটির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের সামনে। নিজেদের মাঠে সেই কাজটা দারুণভাবেই করেছে আর্টেটার দল। খেলা শুরুর মাত্র ২ মিনিটের মাথায় লিড পায় গানার্সরা। সিটির রক্ষণভাগের ভুলে বল পেয়েছিলেন হ্যাভার্টজ। তার বাড়ানো বলে অডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও লিড বাড়াতে পারেনি আর্সেনাল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে সিটির ওপর স্টিম রোলার চালিয়েছে আর্সেনাল। সিটির জালে আরও ৪ বার বল জড়িয়েছেন তারা। হাফ টাইমের শুরু অবশ্য ম্যাচে ফিরেছিল সিটিই। আরলিং হালান্ডের দারুণ এক হেডে ম্যাচে ১-১ এ সমতা আনে সিটি।

পরের গল্পটা শুধুই আর্সেনালের। ৫৬ মিনিটে আবার রক্ষণভাগের ভুলে বল হারায় সিটি। সেখান থেকে পাওয়া বলে পার্টের দুর্দান্ত এক শটে লিড ফিরে পায় আর্সেনাল। ৬২ মিনিটে লিড বাড়ান লুইস স্কেলি। ৭৬ মিনিটে আর্সেনালের হয়ে চতুর্থ গোল করেন হ্যাভার্টজ। ৯৩ মিনিটে সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ইথান নানেরি।

শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল আর্সেনাল। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি।

banglanewsbdhub/এফএম

আর্সেনাল
প্রিমিয়ার লীগ
ম্যানচেস্টার সিটি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।