এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩ এপ্রিল ২০২৫ ১৫:০৭ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৭
সোহানী হোসেনের প্রযোজনায় শাকিব খান ‘সত্তা’-তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। পেয়েছিলেন ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যার কারণে প্রযোজক সোহানী ছবিটির পরিচালক হাসিবুর রেজা কল্লোল ও শাকিবকে নিয়ে ‘অন্তরাত্মা’র ঘোষণা দেন। শেষ পর্যন্ত ছবিটি পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন। ২০২১-এ শুরু হওয়া ছবিটি রোজার শেষ সপ্তাহে এসে হুট করে সেন্সরে জমা দেয়। আনকাট ছাড়পত্রও পেয়ে যায়।
শেষ মুহূর্তে এসে মুক্তি দেওয়ায় ১৭টি হল পায় ছবিটি। স্টার সিনেপ্লেক্সে ‘বরবাদ’ শুরুতে ৩৪টি শো পেলেও ছবিটি পায় মাত্র ৬টি শো। কিন্তু আশানুরূপ দর্শক না পাওয়ায় একদিন পরেই হল থেকে ছবিটি নামিয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এমনকি জানা গেছে সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না ‘অন্তরাত্মা’। দর্শকদের মধ্যে ‘বরবাদ’ নিয়ে যতটা আগ্রহ, ‘অন্তরাত্মা’ নিয়ে তেমন কোনও আগ্রহ দেখা যাচ্ছে না।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘কোনও সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে।’
প্রদর্শনী বেড়ে যাওয়ার তালিকায় আছে শাকিব অভিনীত ‘বরবাদ’ সিনেমাটিও।
ঈদুল ফিতরে ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ ছাড়াও আরও মুক্তি পেয়েছে ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর ৩০২’ সিনেমা।
banglanewsbdhub/এজেডএস/এএসজি