
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মুসলিম উদ্দিন (৪০)। তিনি মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর গোপ্তাখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাহের বলির ছেলে ও ওই ওয়ার্ডের যুবলীগ নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা মো. মুসলিম উদ্দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ এলাকায় অবস্থানকালে একদল দুষ্কৃতকারী তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের হামলায় মো. মুসলিম উদ্দিন নামক এক যুবক খুন হয়েছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার প্রকৃত কারণ এখনো যায়নি।
প্রসঙ্গত, এ ঘটনার ১৭ দিন আগে ২৬ মার্চ সন্ধ্যায় ইফতারের পর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছিরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।