ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের আরেক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার গুলিবিদ্ধ লাশ সীমান্তের ওপারে (ভারতের অভ্যন্তরে) পড়ে আছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সবুজ মিয়া (২০)। সে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিটনরগুল পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের ভারতীয় সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেয়।
দমদমিয়া বিওপির সুবেদার মিজানুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পান সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। ভারতের ভেতরে থাকায় লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ভারত সীমান্তের ভেতরে খাসিয়াদের গুলি করে হত্যা করা হয়। সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।