চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় সীমান্ত বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দিন ধরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা। এতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিজিবির ৫৯ ব্যাটালিয়ন চৌকা বিওপির ১৭৭ নম্বর পিলারের ১এস, ২এস ও ৩এস এলাকায় এ ঘটনা ঘটে।
এ অবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সোমবার ও মঙ্গলবার বিকেলে ওই সীমান্তে দুই দফা পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে সীমান্তে বর্তমানে উভয় বাহিনীই সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৬ জানুয়ারি) সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সাদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তে বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি বাধা দেয়। ফলে ওইদিন বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরদিন বিএসএফ পুনরায় বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি তা বন্ধ করে দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ দেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে উত্তেজনা আরও বাড়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, সোমবার সকাল ১০টার দিকে বিএসএফ জিরো লাইনে বেড়া দিচ্ছিল। এ সময় বিজিবি বাধা দেয়। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, বেড়া নির্মাণের পূর্বশর্ত হিসেবে মাটি খননের কাজ শুরু করা হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত। ভারত তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন করেছে। আমরা আমাদের সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছি। সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।