একটি মসজিদে জুমার খুতবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলার পর একজন ইমামকে চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নিহত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি আনাছ আমিনী গত ২৩ ডিসেম্বর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে মসজিদের সহ-সভাপতি ও পুলিশ কর্মকর্তা (এএসআই) ইমরান শাহীন চৌধুরীকে আসামি করা হয়েছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তিনি দাবি করেন, নতুন ইমাম নিয়োগের জন্য তাকে চলে যেতে বলা হয়েছিল।
লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, মাওলানা আব্দুল আউয়াল গত আড়াই বছর ধরে ওই মসজিদে খতিব ও পেশ ইমামের দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি তিনি জুমার নামাজের আগে বক্তৃতায় সুদ-ঘুষ, বেপারদা, হারাম উপার্জনের বিরুদ্ধে আলোচনা করায় মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পুলিশ কর্মকর্তা ইমরান শাহীন চৌধুরী, সদস্য ফিরোজ ও তাদের সমর্থকরা ইমামকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। অন্য কোথাও চাকরি।
থানায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগকারী ও আসামিদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।