
প্রতীকী ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম কবির উদ্দিন (৪৫)। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা এবং নুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।