সুনামগঞ্জের সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও বিয়ার জব্দ

Featured Image
PC Timer Logo
Main Logo

জব্দ মালামাল।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে বিজিবি টিম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চারাগাও বিওপি টিম নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট এলাকায় মালিকবিহীন ২৩৭ বোতল মদ এবং ৪২ বোতল বিয়ার জব্দ করে। এসব পণ্যের মূল্য আনুমানিক ৩ লাখ ৬৬ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, জব্দ অবৈধ মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইভাবে সীমান্ত চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি চলমান আছে ও অভিযান অব্যাহত রয়েছে।

বাংলানিউজবিডিহাব/এমপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।