ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টে লিগ পর্বের মতো সেমিফাইনাল ম্যাচও পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে ভারত। ফলে নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে পাকিস্তান, ভারত বাদ।
টুর্নামেন্টে এর আগে লিগ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। কিন্তু সেমিফাইনালের ম্যাচ তো নকআউট। যাতে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানালে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হবে। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসদের মধ্যকার ম্যাচে জয়ীদের বিপক্ষে ফাইনাল খেলবে পাকিস্তান।
৬ দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস শুরু হয়েছে ১৮ জুলাই। তার দুই দিন পর পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ম্যাচ বর্জন করে ভারতীয়রা।
মূলত এপ্রিলের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয় তার প্রেক্ষিতে এই ম্যাচ বর্জনের সিদ্ধান্ত ভারতীয়দের। ওই সময় ভারতের অভ্যন্তরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আওয়াজও ওঠে।
তবে আগামী সেপ্টেম্বরে জাতীয় দলের খেলায় ভারত-পাকিস্তানকে সম্ভবত মুখোমুখি হতে দেখা যাচ্ছে। কারণ ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রেখেই এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে।