স্পোর্টস ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া পর থেকেই উঠেছিল গুঞ্জনটা। একাদশে আগের মতো জায়গা না পাওয়ায় রিয়াল ছাড়ছেন রদ্রিগো, শোনা যাচ্ছিল এমনটাই। তবে শেষ পর্যন্ত স্পেনের থেকে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। রিয়ালে থাকার জন্য রদ্রিগো প্রত্যাখ্যান করেছেন সৌদির হাজার কোটি দলবদলের প্রস্তাবও!
রিয়ালের ‘সুপার সাব’ হিসেবেই বেশি পরিচিত তিনি। ম্যাচের শেষের দিকে মাঠে নেমে দলকে জয় এনে দিয়েছেন রদ্রিগো, এমন ঘটনা হরহামেশাই ঘটেছে গত কয়েক বছরে। তবে এই মৌসুমে খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি এই ব্রাজিলিয়ান।
ধারণা করা হচ্ছিল, ২০২৫ সালের জানুয়ারির দলবদলের মৌসুমেই রিয়াল ছাড়ছেন তিনি। নেইমারের আল হিলাল ছাড়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। ইউরোপের প্রায় সব সংবাদমাধ্যম জানিয়েছিল, সৌদির ক্লাব আল হিলালে যাওয়ার খুব কাছাকাছিই পৌঁছে গেছেন রদ্রিগো।
তবে শেষ পর্যন্ত সৌদিতে না গিয়ে রিয়ালেই থাকছেন রদ্রিগো। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, রদ্রিগোর জন্য আল হিলাল ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ হাজার ৭৯৫ কোটি টাকা! মৌসুমপ্রতি তার বেতন দাঁড়াত ১৪ কোটি ইউরো, বাংলাদেশ টাকায় যা প্রায় এক হাজার ৭৭১ কোটি টাকা!
রদ্রিগো নিজেই আল হিলালের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। রিয়ালও তাকে দলে রাখতে পেরে খুশি, বলছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। রদ্রিগোর আগে সৌদির হাজার কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়রও।
banglanewsbdhub/এফএম