স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৫ ১২:২৯ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১২:৩২
যুক্তরাষ্ট্রের ফুটবল বদলে গেছে তার ছোঁয়াতেই। লিওনেল মেসির খেলা দেখতেই মাঠে ভিড় করেন সমর্থকরা। কিন্তু অগ্রিম টিকিট কেটে মেসির খেলা দেখতে এসে যদি দেখেন মেসিই নেই, তাহলে কেমন হবে? মায়ামির পরের ম্যাচে মেসি না থাকায় মাঠে থাকা দর্শককে পরবর্তীতে ফ্রি টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাগতিক ক্লাব হাস্টন ডায়নামো।
মেজর সকার লিগের ম্যাচ খেলতে হাস্টনে পৌঁছেছে মায়ামি। মেসির দল খেলতে আসছে, এই খবরে আগেভাগেই ম্যাচের টিকিট কিনে রেখেছিলেন হাস্টনের সমর্থকরা। তবে শেষ মুহূর্তে সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মাঠে নামার কথা থাকলেও এই ম্যাচ খেলতে দলের সাথে হাস্টনে আসেননি মেসি! এতেই টিকিট কেনা সমর্থকদের মাঝে নেমে এসেছে হতাশা।
হাস্টনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, মেসি না থাকায় পরবর্তী যেকোনো ম্যাচের জন্য ফ্রি টিকিট পাবেন মাঠে থাকা দর্শক, ‘মায়ামির বিপক্ষে ম্যাচ আয়োজন করতে পেরে আমরা উচ্ছ্বসিত। তবে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এই ম্যাচে মেসি থাকছেন না। এটা আমাদের দর্শকের জন্য খুবই হতাশাজনক। আমরা এটা পুষিয়ে দিতে চাই। পরবর্তী যেকোনো ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট পাবেন এই ম্যাচে মাঠে থাকা সমর্থকরা।’
এবারের মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন মেসি। ঠিক কী কারণে মেসিকে ছাড়া হাস্টনের বিপক্ষে মাঠে নামবে মায়ামি, সেটা এখনো নিশ্চিত করেনি ক্লাবটি। ধারণা করা হচ্ছে আসন্ন ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে মেসিকে বিশ্রামে রাখা হয়েছে।
banglanewsbdhub/এফএম