গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় মো. হাসিবুল ইসলাম বাদশা (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তর ও রোমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত মোঃ হাসিবুল বরিশাল জেলার বানারীপাড়া থানা ইলুহার গ্রামের আব্দুল হাই এর ছেলে মো. কেওয়া উপজেলার পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তিনি ওই এলাকায় মা মণি নামে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন
হামলায় নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও চালক জাহিদুল ইসলাম শিমুল (৩৫) আহত হয়েছেন। তাদের স্বর্ণালংকার লুট করার ঘটনাও ঘটেছে।
হাসিবুল ইসলাম বাদশার প্রাইভেটকার চালক শিমুল হোসেন বলেন, বাসার সামনে গাড়ি পার্কিং করার পরপরই (অপরাধীরা) অস্বাভাবিক আচরণ শুরু করে। আমরা ভেবেছিলাম তারা রাস্তা দিয়ে যাবে। কিন্তু তারা গাড়ির সামনে এসে ভেতরে থাকা নারীদের দেখে উল্লাস করতে থাকে। তারপর তিনি মহিলাদের গায়ে হাত দিলেন। গাড়ি থেকে নামার পর আমাকে মারধর করে। তারা সংখ্যায় অনেক, তাই তাদের মোকাবেলা করা সহজ ছিল না। তা ছাড়া সবাই মাদকাসক্ত ছিল। হাসিবুল ভাইকে অনেক অনুরোধ করলেও তারা বাধা দেননি।
নিহত মাদক ব্যবসায়ীর স্ত্রী মোছা. মাহমুদা আক্তার মালেকা বলেন, ঢাকা থেকে বের হওয়ার পর বাসার সামনে গাড়ি থামার পর কিশোরদের দল আমাদের গাড়ির সামনে আসে। মাদকাসক্তরা কতটা হিংস্র। আমরা ঘরে ঢোকার পরও তারা বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে আমার স্বামীকে হত্যা করে। তারা আমার বোনসহ আমাকে লাঞ্ছিত করেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, হাসিবুল তার শ্বশুরবাড়িতে বেড়াতে ঢাকায় গিয়েছিল। গভীর রাতে বাড়ি ফেরার পর বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। ঘরে ঢুকে তাকে হত্যা করে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। পলাতক রুবেলসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে একটি মামলা বিচারাধীন রয়েছে।