স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না : স্বরাষ্ট্র সচিব – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না।

রোববার (১৬ মার্চ) দুপুরে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নাসিমুল গনি বলেন, রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এ সময়। ২৬ মার্চ একই সময় পড়েছে। বৈঠকে এ সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই।

স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, আমি কোনো ঝুঁকি দেখছি না।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

 

  • কুচকাওয়াজ
  • স্বরাষ্ট্র সচিব
  • স্বাধীনতা দিবস
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।