হঠাৎ কক্সবাজারে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীন ও স্বামীসহ জারা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন! – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের আজ এক বছর পূর্তি। দিনটি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে আজ মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে হচ্ছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। তবে দিনের মধ্যভাবে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ হয় ‘কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে এনসিপির নেতারা’। তবে খবরটি ‘গুজব’ বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতাসহ ছয়জন আজ মঙ্গলবার কক্সবাজারে এসেছেন। তবে এদের মধ্যে পাঁচজনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

এনসিপি নেতারা এখন কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীস্থ ‘হোটেল সি পার্লে’ অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হোটেলে এনসিপির নেতারা অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন হোটেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান।

এদিকে কক্সবাজারে এনসিপি নেতাদের আগমনের পরপরই খবর চাউর হয়, ঢাকাস্থ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন কক্সবাজারে আগত এনসিপি নেতারা।

তবে ওই হোটেলে পিটার হাসের অবস্থান নেই বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ সুপার মো সাইফুদ্দিন শাহীন। তিনি বলেন, কক্সবাজারের হোটেল সি পার্লে (রয়েল টিউলিপ) যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের অবস্থান খুঁজে পাওয়া যায়নি। পুরো হোটেলে মাত্র তিনজন বিদেশি (চায়না) নাগরিক আছেন।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ছয় নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান।

এনসিপির কয়েকজন নেতার কক্সবাজারে আসার সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দুপুর ১২টার পর সবাই ইনানীর একটি হোটেলে অবস্থান করছিলেন। যতটুকু জানা গেছে বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন। বৈঠকের বিষয়টি নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

পিটার হাস বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন।

এদিকে কক্সবাজারে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ‘হোটেল সি পার্ল’গেটের সামনে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগরপাড়ে ঘুরতে আসছিলাম। বাট, এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি—এর মধ্যেই এই নিউজ দেখতেছি।

সূত্র : কালের কণ্ঠ

 

  • কক্সবাজার
  • গুঞ্জন
  • জারা
  • নাসীরুদ্দীন
  • পিটার হাস
  • বৈঠক
  • সারজিস
  • হাসনাত
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।