স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল ২০২৫ ০৯:৩১
তার অধীনেই আইসিসি টুর্নামেন্টে গত দুই বছরে শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব পালনের কথা থাকলেও হঠাৎ প্রোটিয়াদের সাদা বলের দায়িত্ব ছাড়ছেন কোচ রব ওয়াল্টার।
২০২৩ সালে ৪ বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচের দায়িত্ব পেয়েছিলেন ওয়াল্টার। তার অধীনে প্রথমবারের মতো ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার নাটকীয় এক ম্যাচে ট্রফি হাতছাড়া হয় তাদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা।
ওয়াল্টারের অধীনে ওয়ানডে ফরম্যাটে সব মিলিয়ে ৭টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এর মাঝে তিনটি সিরিজেই হেরেছে তারা। হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। ৮টি টি-২০ সিরিজ খেলে ওয়াল্টারের অধীনে জয় এসেছে মাত্র একটিতে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব পালনের কথা ছিল ওয়াল্টারের। তবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়াচ্ছেন ওয়াল্টার। তবে ধারণা করা হচ্ছে, বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছেন তিনি।
ওয়াল্টারের জায়গায় দায়িত্ব পেতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার রবিন পিটারসন। এছাড়াও কোচ হওয়ার দৌড়ে আছেন দলের লাল বলের কোচ শুকরি কনরাড। তার অধীনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।
banglanewsbdhub/এফএম