
হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। অভিযোগের আঙুল সদ্যবহিষ্কৃত সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবের দিকে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান, রকি, সাইদুর ও অন্তর।
চারজন আহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ আহ্বায়ক আরিফ তালুকদার।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় রিকশাযোগে ফেরার পথে শহরের পুরাতন হাসপাতালের সামনে একদল দুর্বৃত্তরা তাদেরকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থা তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার জানান, বিভিন্ন অভিযোগে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। তার নেতৃত্বে হামলা করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি সজল সরকার জানান, তাদের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব হামলা করেছে বলে জানতে পেরেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।