হাটহাজারীতে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, মানসিক ভারসাম্যহীন যুবক নিহত – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে মানিক (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১২টায় উপজেলার দক্ষিণ মাদার্শার আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ঐ এলাকার মৃত জামালের পুত্র। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আহমদীয়া পাড়ায় পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মানিককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

একাধিক সূত্র জানায়, রবিবার মানিকের সঙ্গে স্থানীয় যুবদল নেতা তৌহিদের সংঘর্ষ হয়। এতে তৌহিদ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার রেশ ধরে রাতে মানিককে অজ্ঞাত কিছু লোক মারধর করে। নিহত মানিক ও তৌহিদ সম্পর্কে চাচা-ভাতিজা।

দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান বাদশা বলেন, শুনেছি দুই পক্ষের সংঘর্ষে মানিক মারা গেছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহম্মেদ আশরাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহম্মেদ চৌধুরী এবং ওসি আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

  • মৃত্যু
  • যুবক
  • সংঘংর্ষ
  • হাটহাজারী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।