হাড়িধোয়া নদীর দূষণরোধে কাজ শুরু

Featured Image
PC Timer Logo
Main Logo

নরসিংদীর হাড়িধোয়া নদী। ছবি: বাংলানিউজবিডিহাব।

নরসিংদী: নরসিংদীর হাড়িধোয়া নদী এখন মৃত প্রায়। জৌলুশ হারানো এ নদীকে দখল-দূষণমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর প্রাণ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে নরসিংদী জেলা প্রশাসন। পর্যায়ক্রমে ৩৭ কিলোমিটার নদী দূষণমুক্ত করা হবে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে নরসিংদী সদরের ভেলানগর ও শিবপুর উপজেলার কারারচরে ছয় শতাধিক শ্রমিক নিয়ে পরিচ্ছন্নতা কর্যক্রম শুরু করা হয়।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, পরিবেশ অধিদফতরের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, সরকারের সদিচ্ছার প্রেক্ষিতে অন্তত একটি নদী হলেও উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদীর ঐতিহ্যবাহী হাড়িধোয়া নদীতে দূষণরোধে উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের প্রাথমিক ধাপ হিসেবে কচুরিপানা পরিস্কারের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৩৭ কিলোমিটার অংশেই কাজ করা হবে।

জৌলুশ হারানো হাড়িধোয়া নদীকে পুরোনো চেহারায় ফিরিয়ে আনতে প্রশানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

বাংলানিউজবিডিহাব/এসআর

নদী দূষণ
নরসিংদী
হাড়িধোয়া নদী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।