হান্নান সরকারকে কোচিংয়ে ফেরাল বিসিবি

Featured Image
PC Timer Logo
Main Logo

কোচিং পেশায় আসতে চান বলে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন হান্নান সরকার। কয়েক মাসের ব্যবধানে কোচ হয়েই ফিরছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন হান্নান।

গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক হিসেবে এক বছর পূর্ণ হওয়ার পর নিজ থেকে দায়িত্ব ছেড়েছিলেন হান্নান সরকার। তার আগে টানা আট বছর পালন করেন বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব। হান্নান বলেছিলেন, কোচিং পেশায় আসার জন্যই নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন।

তারপর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলা হান্নান। মৌসুম শেষে ক্লাব বদলের সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন। নতুন করে দায়িত্ব নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের। তার আগে বিসিবির ডাক পেলেন হান্নান।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব পাওয়ার খবরটি ফেসবুকে এক ভিডিও বার্তায় প্রকাশ করেছেন হান্নান সরকার। বলেছেন, ‘নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ যা ছিল, কোচিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়া, কোচিং দিয়ে দেশের ক্রিকেটে অবদান রাখা। সেই চিন্তা থেকে কোচিংয়ে এসে ঢাকা প্রিমিয়ার লিগ করলাম। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছি।’

‘তারপরই ক্রিকেট বোর্ডে যোগদানের ব্যাপারে বলছিলাম। সেটা এইচপি বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে হয়নি কারণ অন্য কোচরা ওখানে কাজ করছে। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক ক্রিকেটে ব্যবহার করতে চাচ্ছে। আমিও চাচ্ছিলাম, যে কোনো একটা জায়গায় কাজ করে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখব।’-যোগ করেছেন হান্নান সরকার।

আগামী সোমবার থেকে বিকেএসপি’তে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ দলের সিরিজ। তিনটি দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ থেকে বাছাই করা হবে অনূর্ধ্ব-১৭ দল। আপাতত সেদিকেই নজর হান্নান সরকারের।

বলেছেন, ‘আপাতত অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করছি। সামনে আরও কিছুর পরিকল্পনা আছে। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যে যাত্রা শুরু করছি, ইনশাল্লাহ্‌ সামনে এক সময় এটি আরও বড় স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।