আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। অবশ্য এর আগে ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও দেখা যেতে পারে এই মিডলফিল্ডারকে। ভুটান ম্যাচে খেলার সম্ভাবনা না থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম জার্সি গায়ে চাপাবেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমও।
দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই ম্যাচকে ঘিরে প্রস্ততিতে কমতি রাখছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে টিকেট মূল্য। ফুটবলারদের জন্য জাতীয় স্টেডিয়ামও সাজছে নতুন সাজে।
ম্যাচ” href=”https://banglanewsbdhub.com/sports/post-1007489/”>৪০০ টাকায় দেখা যাবে হামজা-শমিতদের ম্যাচ
আজ (বুধবার) দুপুরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্যরা। পরিদর্শন শেষে কমিটির সদস্য ইকবাল হোসেন জানান, আগামী ৪ জুন ভুটান ম্যাচের আগের দিন মাঠের ঘাসের ডিজাইন করা হবে। অর্থাৎ জাতীয় স্টেডিয়াম পাবে নতুন রূপ। ইতোমধ্যে মাঠের চারপাশে বসানো হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনী বোর্ড, মাঠের সাইডলাইনে ঘাসের নিচে বসানো হচ্ছে রাবারও। যেন পড়ে গিয়ে ফুটবলাররা চোট না পান।
দীর্ঘদিন সংস্কার প্রক্রিয়া চলমান থাকার পর এই মাঠের গ্যালারিতে বসে প্রথম ম্যাচ দেখার অভিজ্ঞতা হবে দর্শকদের আগামী ৫ জুন। ভুটানের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্যও টিকেটের প্রাথমিক মূল্য ঘোষণা করেছে বাফুফে।সর্বনিম্ন ২০০ টাকায় গ্যালারিতে বসে দর্শকরা উপভোগ করতে পারবেন সেই ম্যাচ। আর এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর ম্যাচের জন্য টিকেটের সর্বনিম্ন দাম ৪০০ টাকা, সর্বোচ্চ ৫০০০ টাকা। টিকেট পাওয়া যাবে অনলাইনে।