হামজার দুর্দান্ত গোলের পরেও লিগ কাপ থেকে লেস্টারের বিদায়

Featured Image
PC Timer Logo
Main Logo

হামজা চৌধুরীর দারুণ এক গোলে লিড নিয়েছিল দল। কারাবাও কাপের প্রথম রাউন্ডে হাডার্সফিল্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হলো লেস্টার সিটিকে। দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে হামজার দল।

জন স্মিথ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল পায়নি। ৫৪ মিনিটে দারুণ এক ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন হামজা। ৬৫ মিনিটে সমতায় ফেরে হাডার্সফিল্ড।

৬৮ মিনিটে আবার লিড ফিরে পায় লেস্টার। হ্যারি উইনকসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় হামজারা। তবে সেই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। ৭৬ মিনিটে ক্যামেরন এশিয়ার গোলে আবার সমতায় ফেরে হাডার্সফিল্ড। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ২-২ গোলে।

টাইব্রেকারে লেস্টারের তিনটি শট মিস করেন জর্ডান আয়ু, বিলাল খানুস ও ক্যাসি ম্যাকাতি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই পরের রাউন্ড নিশ্চিত করে হাডার্সফিল্ড।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।