হামজা-সোমকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

Featured Image
PC Timer Logo
Main Logo

অভিষেকের পর থেকেই বাংলাদেশ ফুটবলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। হামজা চৌধুরীর মতো বিদেশ থেকে উড়ে আসা নবাগত আরেক ফুটবলার সোমিত সোমও এখন বাংলাদেশের আসার প্রদীপদের অন্যতম। আসন্ন নেপাল সফরে এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ।

এই বছরের সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুরুতে এই সফরে থাকার কথা ছিল হামজা-সোম দুজনেরই। তবে বাফুফের এক সভায় নিশ্চিত করা হয়েছে, নেপালে খেলার জন্য ইংল্যান্ড ও কানাডা থেকে আসবেন না হামজা-সোম।

বাফুফের জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন জানিয়েছেন, হামজা লেস্টার সিটির সঙ্গে প্রাক-মৌসুম ক্যাম্পে আছেন। সোমও সেপ্টেম্বরেই লিগে ব্যস্ত থাকবেন। তাই তারা কেউই জাতীয় দলের হয়ে খেলতে আসতে পারবেন না।

হামজা, সোমদের মতো নেপাল সফরে থাকবেন না আরেক বিদেশি ফুটবলার ফাহমিদুলও। নেপালের বিপক্ষে স্কোয়াডে তাই থাকছেন না কোনো বিদেশি ফুটবলার।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এ ম্যাচগুলো মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।