হংকংয়ের বিপক্ষে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে ছিলেন তারা। তবে শেষ মুহূর্তে রক্ষণের ভুলে গোল হজম করে ৪-৩ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি লেগে হংকংয়ের মাঠে খেলতে আজ দেশ ছেড়েছেন হামজা চৌধুরীরা।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হামজার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে তিন গোল হজম করে বড় হারের দিকেই এগিয়ে যাচ্ছিল জামাল ভুঁইয়ার দল।
শেষ ১৫ মিনিটের নাটকে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের রূপকথা লিখতে যাচ্ছিল বাংলাদেশ দল। মোরসালিন ও শমিতের দুই গোলে ম্যাচ তখন ৩-৩ এ ড্র হওয়ার পথে। অন্তিম মুহূর্তে আবার গোল হজম করলে ৪-৩ গোলের হার নিয়েই মাঠ ছাড়েন হাভিয়ের কাবরেরার দল।
১৪ অক্টোবর এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে আজ ঢাকা ছেড়েছেন হামজা-জামাল-শমিতরা। বিমানবন্দরে আজ বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলছেন, ‘সবার মন খারাপ। সবাই কাল দেরিতে ঘুমিয়েছে। তবে এখন আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’
গত রাতে প্রথম একাদশে জায়গা হয়নি জামাল-শমিত-ফাহমিদুলদের। এ নিয়ে কম সমালোচনা হয়নি। ফিরতি লেগে শুরু থেকেই মাঠে নামতে চান জামাল, ‘আমি, জায়ান, শমিত আর ফাহামিদুল যখন কাল ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদের বলেছি, যখন নামব খেলাটার ছন্দ পরিবর্তন করে দিতে হবে। আমরা যে চারজন পরে নেমেছি আমাদের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চারজন প্রথম একাদশে খেলতে চাই।’
হংকংয়ের বিপক্ষে হারে বাংলাদেশ দলের এশিয়ান কাপে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। ২০২৭ এশিয়ান কাপের টিকিট পাবে গ্রুপের সেরা দল। বাংলাদেশ এখন ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের চতুর্থ স্থানে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। এখনো প্রতিটি দলের তিনটি করে ম্যাচ বাকি আছে।