স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫
ঢাকা: চলমান হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশন ১১ এপ্রিলের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনায় এ নির্দেশনা দেওয়া হয়। এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া এনআইডি মহাপরিচালক, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন।
এ সভায় তারা জানান, যন্ত্রপাতি স্বল্পতা ও কারিগরি সমস্যায় ভোটার কার্যক্রম নির্ধারিত সময়ে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করা সম্ভব না।
কর্মকর্তারা আরও বলেন, যন্ত্রপাতির স্বল্পতার সমাধান করা হলে নির্ধারিত সময়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। কিন্তু প্রুফ রিডিং ও ডাটা আপলোডের জন্য আরও সময় লাগবে বলে জানান কর্মকর্তারা।
এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানিয়েছেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে ইউএনডিপির পক্ষ থেকে যন্ত্রাংশ পাওয়া যাবে ও দ্রুততম সময়ে তা মাঠপর্যায়ে পাঠানো সম্ভব হবে। সেই সঙ্গে চলমান হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশন ১১ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশনা দেন।
বাংলানিউজবিডিহাব/এনএল/এমপি