১০ দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শত শ্রমিক।

বিক্ষোভের কারণে মহাসড়কের দুপাশে ব্যাপক যানজট তৈরি হয়েছে। আটকা পড়েছেন অসংখ্য অফিসগামী যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় আরএকে সিরামিক কারখানার কয়েক’শ শ্রমিক তাদের বকেয়া বেতনসহ ১০ দফার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। দু’ঘণ্টা পর তাদেরকে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় তাদের সরাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

  • অবরোধ
  • নিক্ষেপ
  • পুলিশ
  • মহাসড়ক
  • শ্রমিক
  • সাউন্ড গ্রেনেড
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।