১০ বছর পর টটেনহাম ছাড়ছেন সন

Featured Image
PC Timer Logo
Main Logo

টটেনহামের অনেক উত্থান পতনের সাক্ষী তিনি। বহু ক্লাব থেকে প্রস্তাব পেলেও কখনোই লন্ডনের এই ক্লাব ছেড়ে যাননি দক্ষিণ কোরিয়ান তারকা হিউ মিন সন। অবশেষে এই ক্লাবে দীর্ঘ ১০ বছরের যাত্রা শেষ হচ্ছে সনের। এক বার্তায় সন জানিয়েছেন, নতুন মৌসুম শুরুর আগেই টটেনহাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৫ সালে বেয়ার লেভারকুসেন থেকে টটেনহামে যোগ দিয়েছিলেন সন। ক্লাবের হয়ে ৪৫৪ ম্যাচে সন করেছেন ১৭৩ গোল। টটেনহামের ইতিহাসের প্রথম বড় শিরোপা জয়ের সাক্ষীও তিনি।

আকস্মিক এক বিবৃতিতে আজ সন জানিয়েছেন, এই গ্রীষ্মেই ক্লাব ছাড়ছেন তিনি, ‘দুঃখের সঙ্গে বলতে চাই, আমি টটেনহাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার যাত্রা এখানেই শেষ। এখন আমার সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

টটেনহাম ছেড়ে কোথায় যাচ্ছেন সন, সে নিয়েই এখন আলোচনা চলছে। শোনা যাচ্ছে, মেজর সকার লিগ কিংবা সৌদি প্রো লিগে যেতে পারেন সন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।