আহমেদ জামান শিমুল
৩১ মার্চ ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৭:৫৯
ঈদের দিন মানে নতুন সিনেমা। ভক্ত-দর্শকদের অন্যরকম উন্মাদনা। গেল কয়েক বছরে নানা কারণে দেশের সিনেমা হলের সংখ্যা কমতে কমতে একদম তলানিতে এসে ঠেকেছে। এবারের ঈদের ছয় ছবি মিলিয়ে হল সংখ্যা কোনরকমে ১৫০ পার হয়েছে।
সিনেমা হলগুলোতে ঈদের ছবি হিসেবে মুক্তি পেয়েছে—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলী’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।
বরবাদ
আগে থেকেই এবারের ঈদে মুক্তির ঘোষণা দিয়ে রেখেছিলো ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন কলকাতার ইধিকা পাল ও যিশু সেনগুপ্ত। কলকাতার শিল্পীদের অনুমতির কাগজ সংক্রান্ত কারণে সেন্সরে ছবি জমা দিলে জটিলতা তৈরি হয়। সে জটিলতা মেটার পর তৈরি হয় আরেক জটিলতা। ছবির কয়েকটি দৃশ্য নিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা আপত্তি জানায়। এ নিয়ে শাকিবের ভক্তরা মানববন্ধনও করে। তবে সকল বাধা পেরিয়ে ২৬ মার্চ ছবিটির সংশোধিত ভার্সন সেন্সর ছাড়পত্র পায়।
ঈদের ছবির চাহিদার শীর্ষে রয়েছে ছবিটি। শুরু থেকে প্রকাশিত পোস্টারগুলতে শাকিবের ‘অ্যাংরি’ লুক লুফে নিয়েছে তার ভক্ত অনুরাগীরা। তাছাড়া ছবিটির টিজার, ট্রেলারে দর্শক মজেছে। পরিবেশনার দায়িত্বে থাকা বুকিং ম্যানেজার শহীদুল্লাহ মাস্টার জানান, ছবিটি সর্বোচ্চ ১৩ লাখ টাকা রেন্টালে দিয়েছেন তারা। কোনো হলে ২-৩ লাখের নিচে দেওয়া হয়নি। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও ১২০টি হলে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। তিনি বলেন, ‘এ মুহূর্তে দেশের অধিকাংশ হল বন্ধ। কিছু হল ঈদ উপলক্ষে শাকিব খানের ছবি চালানোর জন্য খুলেছে। এরপরও যদি আরও হল খুলত তাহলে এ সংখ্যা ১৫০ পার হয়ে যেতো।’
যেসব হল ছবিটি চলছে—স্টার সিনেপ্লক্স (বসুন্ধরা সিটি ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), স্টার সিনেপ্লেক্স (সেন্টার পয়েন্ট), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড, চট্টগ্রাম), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), মনিহার (যশোর), মধুবন (বগুড়া), শাপলা (রংপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), গ্র্যান্ড সিলেট (সিলেট), গ্র্যান্ড রিভার ভিউ (রাজশাহী), চন্দ্রিমা (শ্রীপুর), চিত্রালী (খুলনা), উল্কা (জয়দেবপুর), ঝুমুর (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর), দর্শন (ভৈরব), সত্যবতী (শেরপুর), মডার্ন (দিনাজপুর), রাজ তিলক (কাঁটাখালি), অভিরুচি (বরিশাল), সুগন্ধা (চট্টগ্রাম), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), আজাদ (ঢাকা), গীত (ঢাকা), সেনা (ঢাকা), স্বপ্নীল (কুষ্টিয়া), পান্না (মুক্তারপুর), রাজ (কুলিয়ারচর), বনলতা (ফরিদপুর), মমতা (মাধবদী), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), জিকো (নাগেশ্বরী), জয় (সমশেরনগর), মিলন (মাদারীপুর), চলন্তিকা (গোপালদী), আয়না (আক্কেলপুর), ঝংকার (বকশিগঞ্জ), সবুজ (চরফ্যাশন), সাথী (আড়াইহাজার), মনিকা (শায়েস্তাগঞ্জ), বৈশাখী (কালুখালি), আলোছায়া (শরিয়তপুর), সাবা সোহানা (টঙ্গি), আলীম (মঠবাড়িয়া), সোহাগ (ঘোড়াশাল), ময়ূরী (বাঘা আঁচড়া), বিজিবি (সিলেট), তামান্না (সৈয়দপুর), মাধবী (মধুপুর), শাপলা (শ্রীপুর), তাজ (গাইবান্ধা), পুর্ণিমা (কোম্পানিগঞ্জ), সোনালী টকিজ (ঈশ্বরগঞ্জ), রোমা (জুমারবাড়ী), রাধানাথ (শ্রীমঙ্গল), প্রিয়া (গৌরীপুর), বনরূপা (মাওনা), মনামী (খোকসা), মধুছন্দা (মধুখালী), নান্টুরাজ (চুয়াডাঙ্গা), পালকি (চান্দিনা), মল্লিকা (উল্লাপাড়া), রুপান্তর (গফরগাঁও), মৌসুমী (পাকুন্দিয়া), ভাই ভাই (দেওয়ানগঞ্জ), মধুমিতা (মাগুরা), মোহন (হবিগঞ্জ), প্রিয়া (ঝিনাইদহ), মনিহার (মাধবপুর), চিত্রপুরী (আউলিয়ানগর), অন্তরা (নালিতাবাড়ি), ক্লিওপেট্রা (ধুনট), রাজিয়া (নাগরপুর), মৌচাক (ভাঙ্গুড়া), অন্তরা (মাদারগঞ্জ), বিউটি (পিপুলবাড়ি), লক্ষ্মী (শ্যামনগর), ম্যাজিক থিয়েটার (দিয়াবাড়ি), রুমা (মুক্তাগাছা), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), ফাইভ স্টার (দেলুয়াবাড়ি), ভাই ভাই (সখিপুর), পৌর ভাসানী (সিরাজগঞ্জ), দ্বীপাঞ্চল (চর রাজীবপুর), মিতালী (সরাইগাছি), বাণী (চর আলেকজান্ডার), নবীন (মানিকগঞ্জ), পৃথিবী (জয়পুরহাট), চিত্রবাণী, (গোপালগঞ্জ), অবসর (বিরামপুর), নসিব (সাপাহার), অন্তরা (ফুলপুর), তিতাস (পটুয়াখালী), লাকী (বাঘা), মানসী (উলিপুর), অন্তরা (ফুলবাড়িয়া), রৌশন বাণী (মাইজদী), নিউ গুলশান (জিঞ্জিরা), কথাচিত্র (কটিয়াদী), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), পূর্বাশা (সান্তাহার), সেনা (নবীনগর), সঙ্গীতা (সাতক্ষীরা), অন্তরা (মেলান্দপুর), সোনালী (ঘাড়াঘাট), সাধনা (রাজবাড়ী), গৌরী (শাহজাদপুর), রূপসী (ভোলা), কুইন্স (জামালপুর)।
দাগি
এসভিএফ, চরকি ও আলফা আইয়ের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দাগি’। আফরান নিশো অভিনীত ছবিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। দুই বছর নিশোর ও দশ বছর পর শিহাব শাহীনের কামব্যাক—দর্শকদের আগ্রহ বাড়িয়েছে ছবিটির প্রতি। নায়ক-পরিচালক দুজনেরই দ্বিতীয় ছবি এটি। নিশোর সঙ্গে আছেন তমা মীর্জা ও সুনেরাহ বিনতে কামাল। নিশো-তমার ‘সুড়ঙ্গ’ এর আগে সুপার হিট হয়েছিল। মুক্তির পূর্বে সংবাদ সম্মেলনে নিশো কয়েদী পোশাকে, হাতে হাতকড়া পরে পুলিশের ভ্যানে করে আসেন। এধরনের প্রচারণা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। দর্শকদের চাহিদা থাকলেও ছবিটি খুব অল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি দিয়েছে প্রযোজনা সংস্থা। জানা গেছে, মাত্র ১৪টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। প্রযোজক শাহরিয়ার শাকিল বলছেন, ‘আমরা অযথা হল সংখ্যা বাড়াতে চাইনি। আমাদের বিশ্বাস দর্শক পছন্দ করলে এমনিতেই হল সংখ্যা বাড়বে।’ ছবিটিতে নিশো-তমা-সুনেরাহ ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
যেসব হল ছবিটি চলছে—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (মিলিটারি মিউজিয়াম), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কেড), স্টার সিনেপ্লেক্স (সেন্টার পয়েন্ট), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মনিহার (যশোর), মম ইন (বগুড়া), বর্ষা (জয়দেবপুর), রূপকথা (শেরপুর), লিবার্টি (খুলনা)।
জংলি
গেল বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো এম রাহিম পরিচালিত ছবিটি। কিন্তু নানাবিধ কারণে প্রযোজক তখন মুক্তি থেকে পিছিয়ে যান। ‘পুষ্পা’সহ বেশ তামিল ছবির লুকের সঙ্গে এর প্রধান অভিনেতা সিয়াম আহমেদের লুক মিলে গেলেও দর্শক তা পছন্দ করেছে বলা যায়। এবারের ঈদের ছবির প্রচার-প্রচারণায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ছবিটি। গণমাধ্যম, বিভিন্ন ক্যাম্পেইন থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর দিয়ে নানাভাবে প্রচারণা চালিয়েছে ছবিটি। সিয়ামের সঙ্গে বুবলি ও দীঘির রয়েছেন। ছবির ট্রেলার বাবা-মেয়ের একটি গল্পের ইঙ্গিতও রয়েছে। প্রচারণা, দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও ছবিটি হল পেয়েছে মাত্র ১০টি। এমনকি স্টার সিনেপ্লেক্সের মত জায়গায় ছবিটিকে শো অনেক কম দেওয়া হয়েছে। এ ব্যাপারে ছবির সহ-প্রযোজক মুক্তার ইবনে রফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বরবাদকে আলাদা ব্র্যাকেটে রেখেই বলছি, ‘(স্টার) সিনেপ্লেক্সে জংলির শো পাওয়ার কথা দাগির সমান, অন্তত কাছাকাছি। সেটা তো বাদই দিলাম, জংলি শো পেয়েছে চক্করের চেয়েও কম! বরবাদ-দাগি পেয়েছে ৩৪টি শো, চক্কর ২১টি, জংলি ১৬টি! আই মিন হোয়াট? এটাও সম্ভব? উইথ অল ডিউ রেসপেক্ট, চক্করের হাইপ কি জংলির চেয়েও বেশি? এটা কেমন ভাইব্রাদার প্যাকেজ?’
যেসব হলে ছবিটি চলছে—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড), স্টার সিনেপ্লেক্স (সেন্টার পয়েন্ট), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), তুলি (যশোর), অবকাশ (দিনাজপুর), সঙ্গীতা (খুলনা)।
অন্তরাত্মা
‘বরবাদ’ যখন সেন্সর জটিলতায় মুক্তি নিয়ে শঙ্কার পড়ে গিয়েছিল, তখন হুট করে সেন্সর বোর্ডে জমা পড়ে ‘অন্তরাত্মা’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে আছেন শাকিব খান। তার বিপরীতে রয়েছেন কলকাতার দর্শনা বণিক। প্রায় ৫ বছর আগের ছবিটি শাকিব খান চাননি এবারের ঈদে মুক্তি পাক। তবে প্রযোজক সোহানী সরকারের আগ্রহেই তড়িঘড়ি করে মুক্তি। তাই ছবিটি নিয়ে তার অফিসিয়াল পেইজে তেমন কোনো প্রচারণা দেখা যায়নি। তবে ছবির ট্রেলার, গান দর্শকদের প্রশংসা পাচ্ছে। যে সকল হল মালিক ঈদে শাকিব খানের ছবি চালাতে চান, কিন্তু উচ্চ রেন্টালের কারণে ‘বরবাদ’ নিতে পারেননি তাদের বেশিরভাগই ‘অন্তরাত্মা’ নিয়েছেন বলে বুকিং এজেন্টরা জানিয়েছেন। পরিবেশনা সংস্থা সূত্রে জানা গেছে, ছবিটি ১৭টি হলে চলছে।
যেসব হলে ছবিটি চলছে—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), বিলাস (সাভার), আর্মি অফিসার্স ক্লাব (কচুখেত), রুপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া), ঝংকার (ধুনট), আনন্দ (কুলিয়ারচর), মধুমতি ( ভৈরব), শঙ্খ (খুলনা), মনিমহল (রূপসী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), আশা (মেলান্দহ), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), বাবু টকিজ (কিশোরগঞ্জ)।
চক্কর ৩০২
অভিনেতা-নির্মাতা শরাফ আহমেদ জীবনের প্রথম ছবি ‘চক্কর ৩০২’। ছবির প্রধান চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। পরিচালক জীবন চেয়েছিলেন ছবিটি শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দিবেন। সে অনুযায়ী মাত্র ৭টি হলে ছবিটি মুক্তি দিয়েছেন। তবে স্টার সিনেপ্লেক্সে ছবিটি মোট ২১টি শো পেয়েছে।
যেসব হলে ছবিটি চলছে—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড), স্টার সিনেপ্লেক্স (সেন্টার পয়েন্ট),ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)।
জ্বিন ৩
গেল তিন বছর ধরে জাজ মাল্টিমিডিয়া ‘জ্বিন’ সিরিজের ছবি মুক্তি দিচ্ছে। এবারের ‘জ্বিন ৩’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এবারের পর্বে প্রধান চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া ও সজল। প্রযোজনা সংস্থা মাত্র ৩টি হলে ছবিটি মুক্তি দিয়েছেন। এ ব্যাপারে পরিচালক বলেন, ‘সিনেমাটিতে অনেক গ্রাফিকসের কাজ আছে। সেগুলো সাধারণ হলগুলোতে স্পষ্ট দেখা যায় না। তাই আমরা মাল্টিপ্লেক্সগুলোকে প্রাধান্য দিচ্ছি। ছবির রেন্টাল নিয়ে এখনই বলতে চাই না। ব্যাবসায়িক পলিসির কারণে হয়তো কেউ বলবেও না। তবে আমাদের ইনভেস্টের বেশির ভাগই রিলিজে উঠে আসবে বলে মনে করছি।’
যেসব হলে ছবিটি চলছে— স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)।
banglanewsbdhub/এজেডএস
অন্তরাত্মা
ঈদুল ফিতর ২০২৫ ছবি
চক্কর ৩০২
জংলি
জ্বিন ৩
দাগি
বরবাদ