অফিসার ক্যাডেট নিয়োগের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে নৌবাহিনী কলেজ, ঢাকা; নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম; এবং নৌবাহিনী স্কুল ও কলেজ, খুলনায়। লিখিত ও সাক্ষাৎকারে বুদ্ধিমত্তা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণদের পরবর্তীতে আইএসএসবি (আন্তঃবাহিনী নির্বাচনী পর্ষদ) পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর নির্বাচন করা হবে। নির্বাচিতরা নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেবেন।
Category | Details |
---|---|
শিক্ষাগত যোগ্যতা | – এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫ এবং অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। – ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য: ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটিতে এ-গ্রেড ও তিনটিতে বি-গ্রেড, এবং ‘এ’ লেভেলে কমপক্ষে একটিতে এ-গ্রেড, দুটি বিষয়ে ন্যূনতম বি-গ্রেড থাকতে হবে। – দুটি পরীক্ষাতেই গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে। – সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য একই যোগ্যতা প্রযোজ্য। – ২০২৪ সালের এইচএসসি অথবা ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। – প্রার্থীদের অবিবাহিত হতে হবে। |
শারীরিক যোগ্যতা | – পুরুষ: উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন: ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায়: ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি), প্রসারণে: ৮১ সেন্টিমিটার (৩২ ইঞ্চি)। – মহিলা: উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি, ওজন: ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায়: ২৮ ইঞ্চি, প্রসারণে: ৩০ ইঞ্চি। – বয়স: ১ জুলাই ২০২৫ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (অবিবাহিত)। – সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স: ১৮ থেকে ২৩ বছর। |
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা | – প্রশিক্ষণ: বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহ, নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস, মিডশিপম্যান হিসেবে ১৮ মাস (মোট তিন বছর)। – কমিশন: প্রশিক্ষণ শেষে সাব লেফটেন্যান্ট পদে কমিশন। – বেতন: সরকার নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুসারে। – অতিরিক্ত সুবিধা: উচ্চতর শিক্ষা, বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা। |
বাছাই পরীক্ষার বিস্তারিত সময়সূচি নৌবাহিনীর ওয়েবসাইটে পাওয়া যাবে: www.joinnavy.navy.mil.bd।
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা: নির্বাচিতরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণ পাবেন। এরপর নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে আরও ১৮ মাস প্রশিক্ষণ নেওয়া হবে, মোট তিন বছর। প্রশিক্ষণ শেষে সফল প্রার্থীদের সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন দেওয়া হবে। কমিশন পাওয়ার পর তারা সরকার নির্ধারিত বেতন পাবেন। এছাড়া, উচ্চতর শিক্ষা, বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫ এবং অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটিতে এ-গ্রেড এবং তিনটিতে বি-গ্রেড এবং ‘এ’ লেভেলে কমপক্ষে একটিতে এ-গ্রেড, দুটি বিষয়ে ন্যূনতম বি-গ্রেড থাকতে হবে। দুটি পরীক্ষাতেই গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫ এবং অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। প্রচলিত এবং ইংরেজি মাধ্যম উভয় ক্ষেত্রেই দুটি পরীক্ষাতেই গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে। ২০২৪ সালের এইচএসসি অথবা ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) এবং প্রসারণে ৮১ সেন্টিমিটার (৩২ ইঞ্চি)। মহিলা প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারণে ৩০ ইঞ্চি। ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর।