২৫ বছর পর বায়ার্ন ছাড়ছেন মুলার

Featured Image
PC Timer Logo
Main Logo

২৫ বছর পর বায়ার্ন মিউনিখ ছাড়ছেন থমাস মুলার

২০০০ সালের সামার ট্রান্সফার উইন্ডোতে বায়ার্ন মিউনিখের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন থমাস মুলার। এরপর কেটে গেছে দীর্ঘ ২৫টি বছর। সময়ের সাথে ১০ বছর বয়সী সেই মুলারের বয়স এখন ৩৫। দীর্ঘ এই সময়ে বায়ার্নের জার্সিতে খেলেছেন ৭৪৩টি ম্যাচ, জিতেছেন ৩৩টি ট্রফি। জার্মানির হয়ে বিশ্বকাপ তো জিতেছেনই, বায়ার্নের হয়ে বুন্দেস লিগা, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, জার্মান সুপার কাপও আছে তার ট্রফি ক্যাবিনেটে। এতসব অর্জন নিয়ে অবশেষে বায়ার্ন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজ (শনিবার) আনুষ্ঠানিক ঘোষণায় এই জার্মান মিডফিল্ডার জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই শৈশবের ক্লাব ছাড়ছেন তিনি। ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন আসন্ন জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে।

২০২৪-২৫ মৌসুমে ক্লাব ছাড়া নিয়ে মুলার বলেন, ‘আজকের দিনটা অন্য দশটা দিনের মতো নয়। বায়ার্নে কাটানো আমার ২৫টা বছর শেষ হতে যাচ্ছে এই মৌসুমের গ্রীষ্মে। দারুণ একটা যাত্রা। দুর্দান্ত লড়াই, স্মরণীয় সব জয়ে ভরপুর অনন্য এক অভিজ্ঞতা আসলে। এই ক্লাবের হয়ে এতদিন খেলতে পারাটা আমার দারুণ একটা ব্যাপার। এই বিশেষ সম্পর্কটা আমার আর ক্লাবের সব সময়ই থাকবে।’

বায়ার্নের সভাপতি হার্ভার্ট হাইনার বলেছেন, ‘বাভারিয়ান রূপকথার ক্যারিয়ারের সংজ্ঞা খুঁজলে মুলারের দিকে তাকান। বাভারিয়ায় জন্মেছে, বায়ার্নে বেড়ে উঠেছে। আম্মেরসি থেকে আলিয়াঞ্জ অ্যারেনা, এশিয়া থেকে আমেরিকা; মুলারের চেয়ে বেশি বুন্দেস লিগা কেউ জেতেনি। ৩৩টা ট্রফি তো সেই কথাই বলছে। বায়ার্নের ইতিহাসের সেরাদের একজন সে।’

বায়ার্নের হয়ে এখন পর্যন্ত মুলার জিতেছেন ১২টি বুন্দেস লিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি করে চ্যাম্পিয়নস লিগ, ইউয়েফা সুপার কাপ, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

banglanewsbdhub/জেটি

জার্মানি ফুটবল দল
থমাস মুলার
বায়ার্ন মিউনিখ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।