২৭ বছর পর দিল্লির ক্ষমতায় বিজেপি

Featured Image
PC Timer Logo
Main Logo

ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

ভারতের নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে দেখা যায়, বিধান সভার ৭০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮ আসন আর আম আদমি পার্টি পেয়েছে ২২ আসন। অন্যদিকে কোনো আসনেই জয়ের দেখা নেই কংগ্রেসের।

নির্বাচনে খোদ নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। ১৯৯৮ সালের পর থেকে দিল্লির ক্ষমতায় বাইরে বিজেপি।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত। দিল্লির উন্নয়নে আমরা কোনো রকম ফাঁক রাখব না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

গত বিধানসভা নির্বাচনে মাত্র আটটি আসনে জয় পেয়েছিল বিজেপি। তার আগেরবার ফল ছিল আরও শোচনীয়, মাত্র তিনটি আসন জিতেছিল তারা। সেখান থেকে এ বার পঞ্চাশের আশপাশে পৌঁছে গিয়েছে গেরুয়া ব্রিগেড।

প্রতিবেদনে বলা হয়েছে, কে নতুন মুখ্যমন্ত্রী হবেন, সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বিজেপি। শনিবার রাত পৌনে আটটা নাগাদ বিজেপি কার্যালয়ে আসবেন নরেন্দ্র মোদি। রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো চমক জাগিয়ে কোনো নতুন মুখকে মুখ্যমন্ত্রী করা হয় কি না, সেদিকে নজর রয়েছে। সাবেক বিজেপি সাংসদ রমেশ বিধুরি হেরে গিয়েছেন। আর এক সাবেক সাংসদ প্রবেশ বর্মা কেজরিওয়ালকে হারিয়ে এখন জায়ান্ট কিলার। তিনি এগিয়ে রয়েছেন কুর্সির দৌড়ে।

বাংলানিউজবিডিহাব/এইচআই

নরেন্দ্র মোদি
বিজেপি
ভারত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।