স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫ ১৫:৪৭
আফগানিস্তানের ক্রিকেটে যেন শোকের ছায়া নেমে এসেছে, হযরতউল্লাহ জাজাইয়ের ২ বছরের কন্যা সন্তানের মৃত্যুর সংবাদে। আজ (শুক্রবার) আফগান দলের অলরাউন্ডার করিম জানাত ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তা জানিয়েছেন।
পারিবারিক এই সংবাদ জাজাই নিজে কাউকেই জানাননি। জানাতের সেই পোস্টের পর জাজাই কন্যার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। কন্যা হারানো বাবা জাজাইকে সমবেদনা জানিয়েছেন অসংখ্যা মানুষ। তবে কী কারণে জাজাইয়ের কন্যা সন্তান মারা গেছে, তা এখনও জানা যায়নি।
নিজের ইন্সটাগ্রাম পোস্টে জানাত লেখেন, ‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হযরতউল্লাহ জাজাই তার শিশু কন্যাকে হারিয়েছে। সবার মতো আমিও শোকাহত। এই কঠিন সময় পেরিয়ে যাওয়ার শক্তি তার পরিবার পাক। জাজাই এবং তার পরিবারের জন্য প্রার্থনা করবেন।’
২০১৬ সাল আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শুরু। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।
banglanewsbdhub/জেটি