স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩৩
ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ নারী দলের লিগ কিংবা টুর্নামেন্টের সংখ্যা হাতে গোনা। কদিন আগে শেষ হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএল। এর আগে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও মাঠে গড়িয়েছে। মেয়েদের বিপিএল নিয়েও টুকটাক আলোচনা হচ্ছিল। মাস দুয়েক আগে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমও এক সাক্ষাৎকারে বলেছিলেন, তারাও চান মেয়েদের বিপিএল হোক।
আজ (শুক্রবার) বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও জানিয়েছেন, ইতোমধ্যে মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিন দল নিয়ে চলতি বিপিএল শেষেই মেয়েদের বিপিএল আয়োজন করতে চান তারা।
আজ সন্ধ্যায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া গেটের সামনে সংবাদ সম্মেলনে ফাহিম জানান, মেয়েদের ক্রিকেট এগিয়ে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, ‘বোর্ড বেশ কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আরও কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে, নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’’
চলতি বিপিএলের পর্দা নামবে আগামী ০৭ ফেব্রুয়ারি। এর পরপরই মেয়েদের এই টুর্নামেন্ট মাঠে নামাতে চায় বিসিবি। ফাহিম বলেন, ‘উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এটা এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের ভেতরে।’
ইতোমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনাও সেরেছে বিসিবি। তাদের আগ্রহতেই আপাতত তিন দল নিয়ে শুরু হতে যাচ্ছে মেয়েদের বিপিএল, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা দিয়ে আমরা শুরুটা করতে চাই। দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি ফরম্যাটে সেটার প্রভাব কী রকম হয়। আমরা আশা করছি, এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে’, বলেন ফাহিম।
টুর্নামেন্টে কেবল তিন দল কেন? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক ফাহিম জানান, ‘মানসম্পন্ন টুর্নামেন্ট করতে যেই ধরনের ক্রিকেটার দরকার, এর চেয়ে বেশি দল হলে আমার মনে হয় না সেটা করা সম্ভব। এটাই বড় কারণ। ৪ দল নিয়ে করার কথাও ভাবনায় ছিল। কিন্তু সেটাই বাধা হয়ে দাঁড়িয়েছে।”
banglanewsbdhub/জেটি