৪০ শটে ১ গোলের জয়, রিয়ালের চেয়ে আবার ৭ পয়েন্ট এগিয়ে বার্সা

Featured Image
PC Timer Logo
Main Logo

দারুণ জয়ে আবারও ৭ পয়েন্টে এগিয়ে বার্সা

গত ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ে দুই দলের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছিল ৪ এ। মায়োর্কার বিপক্ষে হোঁচট খেলে বেশ বিপাকেই পড়ত বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে সেরকম কিছু হতে দিল না কাতালানরা। পুরো ম্যাচে প্রতিপক্ষের জালে ৪০টি শট নিলেও দানি অলমোর একমাত্র গোলে মায়োর্কাকে ১-০ ব্যবধানে হারিয়ে রিয়ালের চেয়ে আবার ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষেই থাকল বার্সেলোনা।

ইনজুরির কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি রবার্ট লেভানডস্কি, প্রথম একাদশে ছিলেন না রাফিনহাও। তাদের অভাবটা অবশ্য বুঝতে দেননি অন্যরা। নিজেদের মাঠে পুরো ম্যাচজুড়েই ছিল বার্সার দাপট।

গোলপোস্টে একের পর এক শট নিলেও কিছুতেই মায়োর্কার রক্ষণদুর্গ ভাগতে পারছিল না বার্সা ফরোয়ার্ডরা। ইয়ামাল, পেদ্রি, আরাহো, গাভি; সুযোগ পেয়েছিলেন সবাই। তবে সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেউই।

২৯ আরহোর শট পোস্টে লেগে ফিরে আসে। পরের কয়েক মিনিটে গাভি ও ইয়ামালের শট বাঁচিয়ে দেন মায়োর্কা কিপার। হাফ টাইমের ঠিক আগে বার্সাকে চমকে দিয়ে লিড নিয়েছিল মায়োর্কা। তবে অফসাইডের কারণে মোরের গোল বাতিল করেন রেফারি। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙে বার্সা। এরিক গার্সিয়ার অ্যাসিস্টে গোল করে বার্সাকে এগিয়ে দেন দানি অলমো। ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নস্ট করেছেন ইয়ামাল। ৮৪ ও ৯২ মিনিটে ফিরমিনের দুটি দুর্দান্ত শট বাঁচিয়ে দেন মায়োর্কা কিপার।

পুরো ম্যাচে ৪০টি শট নিয়ে মাত্র একবার বল জালে জড়াতে পেরেছে বার্সা। ১-০ গোলের এই জয়ে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা। ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

banglanewsbdhub/এফএম

বার্সেলোনা
মায়োর্কা
লা লিগা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।