৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল শ্রীলংকা

Featured Image
PC Timer Logo
Main Logo

শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টে বাংলাদেশ ভুগছেই। প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতার পর আজ দ্বিতীয় দিন বাংলাদেশ ভুগল বোলিং ব্যর্থতায়। আগের দিন যেই পিচে হাঁসফাঁস করেছেন বাংলাদেশি ব্যাটাররা। আজ সেই পিচে রানের বন্যা বইয়ে দিলেন শ্রীলংকান ব্যাটাররা। ৮ উইকেট হাতে রেখে ৪৩ রানের এগিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলংকা।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৪৭ রানে। তারপর শ্রীলংকা ব্যাটিং করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২৯০ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করল। অর্থাৎ ইতোমধ্যেই ৪৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিডটা বাংলাদেশের জন্য আকাশছোয়া পর্যায়েও যেতে পারে।

কারণ লংকানদের হাতে এখনো ৮ উইকেট। তাছাড়া আজ সারাদিনে যেভাবে বাংলাদেশি বোলিং আক্রমণকে শ্রীলংকানরা উড়িয়ে দিয়েছে সেটা স্বাগতিকদের বড় স্কোরের বার্তাই দিচ্ছে। দিন শেষ ১৪৬ রানে অপরাজিত শ্রীলংকান ওপেনার পাথুম নিশাঙ্কা। গল টেস্টেও বাংলাদেশকে ভুগিয়েছিলেন নিশাঙ্কা। ১৮৭ রান তুলেছিলেন গল টেস্টের প্রথম ইনিংসে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে লংকানদের জন্য একটা হতাশার ঘটনাও ঘটেছে। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন দিনেশ চান্ডিমাল। ৯৩ রানে আউট হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। এই ঘটনা বাদ দিলে দিনের বাকি সময়ের পুরোটা শ্রীলংকার।

উইকেটে ২২০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ২৪৭ রানে। পরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তুলোধুনো করেছেন পাথুম নিশাঙ্কা। গল টেস্টে একদম ভালো বোলিং করতে পারেননি তরুণ পেসার নাহিদ রানা। তাকে কলম্বো টেস্টখেলানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত নাহিদকে কলম্বো টেস্টের একাদশে রাখা হয়েছে তবে কলম্বোতেও ব্যর্থ তিনি।

লংকানদের বিপক্ষে সুবিধা করতে পারেননি অনেকদিন পর একাদশে জায়গা পাওয়া অপর পেসার ইবাদত হোসেনও। প্রথম উইকেট জুটিতে ৮৮ রান তোলে শ্রীলংকা। তাইজুল ইসলামের স্পিনে ওপনার লাহিরু উদারা ৪০ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

তারপর বাংলাদেশি বোলিং আক্রমণকে স্রেফ অসহায় বানিয়ে রেখেছিলেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। দ্বিতীয় উইকেট জুটিতে ১৯৪ রান তোলেন দুজন। শেষ বিকেলে সেঞ্চুরির কাছাকাছি থাকা চান্ডিমালকে ফেরান তরুণ স্পিনার নাঈম হাসান। ১৫৩ বলে ১০ চার ১ ছয়ে ৯৩ রান করা চান্ডিমাল নাঈমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

এরপর আর উইকেট হারায়নি স্বাগতিক শ্রীলংকা। নিশাঙ্কা ২৩৮ বল খেলে ১৮টি চারের সাহায্যে ১৪৬ রানে অপরাজিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।