৪৫৫ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৯৯। এই ফরম্যাটে ৫০০ বা তার বেশি উইকেট আছে এখন পর্যন্ত কেবল চার জনের—রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯)।
সাকিবের সেই এক উইকেট পাওয়ার দিনে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও পেয়েছে রোমাঞ্চকর জয়। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে তোলে ১৭৬ রান। জবাবে ত্রিনবাগো থামে ৬ উইকেটে ১৫৯ রানে, ফলে ৮ রানের জয় নিয়ে শীর্ষে উঠেছে সাকিবরা। বল হাতে সাকিব করেছিলেন মাত্র ১ ওভার, তাতে ২ রানের বিনিময়ে নেন ১ উইকেট। ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি, ১৩ বলে করেছেন ৭ রান।
শেষ দিকে ম্যাচটা জমে উঠেছিল। শেষ দুই ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ৩৬ রান। ওবেদ ম্যাকয়ের ওভার থেকে ২২ রান তুলে আশা জাগান কাইরন পোলার্ড। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪, কিন্তু শামার স্প্রিঙ্গারের প্রথম চার বলেই উঠল শূন্য রান। শেষ বলে ছক্কা হাঁকালেও হারের ব্যবধান কমল শুধু ৮ রানে।
ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ৪৪ রান এসেছে ওপেনার কলিন মানরোর ব্যাটে (১৮ বলে), এরপর পোলার্ড করেছেন ২৮ বলে ৪৩। বল হাতে ম্যাকয় ৩৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
অ্যান্টিগার হয়ে অধিনায়ক ইমাদ ওয়াসিম খেলেছেন ২৭ বলে ৩৯ রানের ইনিংস। ফ্যাবিয়ান অ্যালেন ঝড় তুলেছেন ২০ বলে ৪৫ রানে।