
পাকিস্তানের কাছে ৭৪ রানে পরাজিত হয়ে সিরিজ শেষ করলেও আগেই ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৭৮ রান, যার মধ্যে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে আসে ৬৩ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায়। শুরুতেই ব্যর্থ হন ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস। তামিম প্রথম ওভারেই আউট হলে, লিটন করেন মাত্র ৮ রান। এরপর একে একে ফিরে যান মেহেদি মিরাজ, শেহ মেহেদি ও জাকের আলি।
মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মিডল ও লোয়ার অর্ডার থেকেও কেউ সুবিধা করতে না পারায় বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। ব্যতিক্রম ছিলেন কেবল মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি ৩৪ বলে অপরাজিত ৩৫ রান করেন।
এর আগে পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে পাকিস্তান, কোনো উইকেট না হারিয়ে। নাসুম আহমেদ ৮ম ওভারে সায়িম আইয়ুবকে (১৫ বলে ২১) ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন।
বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থতা বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিশ্চিত করে ইতিমধ্যেই ট্রফি নিজেদের করে নিয়েছে টাইগাররা।