স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২৫ ১৪:৩০
আল নাসরে যোগ দেওয়ার পর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ বড় কারণ ছাড়া কখনোই মিস করেননি তিনি। তবে এবার সেটার ব্যতিক্রম ঘটল। ইরানের ক্লাব ইসতেগলালের বিপক্ষে শেষ ১৬ এর প্রথম লেগের ম্যাচ খেলতে তেহরানে যাচ্ছেন না রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, ২ বছর আগের এক ঘটনায় শাস্তি হিসেবে ৯৯ দোররার ভয়েই ইরানে পা রাখতে রাজি হননি তিনি!
২০২৩ সালের সেপ্টেম্বরে আল নাসরের হয়েই ইরানে খেলতে গিয়েছিলেন রোনালদো। পারসেপোলিসের বিপক্ষে সেই ম্যাচ খেলতে গিয়ে বিতর্কিত এক কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। শারীরিক প্রতিবন্ধী এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরিয়ে চুমু খেয়েছিলেন রোনালদো। সেই ভিডিও ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ইরানে এমন ঘটনাকে ‘ব্যভিচার’ হিসেবে ধরা হয়। এর শাস্তি ৯৯ বেত্রাঘাত, যা ‘দোররা’ নামেই পরিচিত।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, এবার সেই দোররার ভয়েই ইরানে যেতে রাজি হননি রোনালদো। এই ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধও করেছিল আল নাসর, তবে তাদের সেই অনুরোধ আমলে নেয়নি এএফসি।
আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস অবশ্য বলছে ভিন্ন কথা। তাদের মতে, গতবার ইরানে যাওয়ার পর রোনালদোকে দেখতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন হোটেলের সামনে। এতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। রোনালদো আবার সেখানে গেলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে, এমন আশংকাতেই তাকে স্কোয়াডে রাখেনি আল নাসর, এএস বলছে এমনটাই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টস অবশ্য রোনালদোর ইরানে না যাওয়ার অন্য কারণ জানাচ্ছে। তাদের হিসেবে, ইনজুরির কারণেই দলের সাথে ইরানে যাননি রোনালদো। আপাতত রোনালদোকে নিয়ে ঝুঁকি নিতে চাননি আল নাসর কোচ পিওলি, তাই তাকে ছাড়াই খেলতে গেছে দল।
কী কারণে রোনালদোকে দলে রাখা হয়নি, সেই ব্যাপারে আল নাসরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
banglanewsbdhub/এফএম