পাকিস্তান সুপার লিগ ২০২৩ চ্যাম্পিয়ন লাহোর প্রথমবার। এবারের পিএসএল ২০২৩ এর ফাইনাল ম্যাচ ছিল খুব মনমুগ্ধকর। প্রথম বারের মতো কাপ নিজের ঘরে তুললেন আফ্রিদির লাহোর। পাকিস্তান সুপার লিগের আবারের আসরটি ছিল অনেক দুর্দান্ত।

পাকিস্তান সুপার লিগের পিএসএলের সপ্তম আসরের চ্যাম্পিয়ন লাহোর ক্যালেন্ডারস। অপ্রতিরোধ্য মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানসকে হারিয়ে প্রথমবারের মতো দলের অধিনায়কত্ব করতে এসে দলকে প্রথম শিরোপার স্বাদ এনে দেন চলতি মৌসুমের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসকে ৪২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে লাহোর ক্যালেন্ডারস।

পাকিস্তান সুপার লিগ ২০২২ চ্যাম্পিয়ন লাহোর
পাকিস্তান সুপার লিগ ২০২২ চ্যাম্পিয়ন লাহোর

প্রথমে ব্যাট করে, মোহাম্মদ হাফিজের ৪৬ বলে ৬৯ রান লাহোরকে পাঁচ উইকেটে ১৮০ রানে সহায়তা করে। জবাবে গত চ্যাম্পিয়ন মুলতান ইনিংসের ৩ বল বাকি থাকতেই ১৩৮ রানে গুটিয়ে যায়।

ফাইনাল টসে লাহোরও গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শাহিন আফ্রিদি। শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। ২৫ রানে ৩ উইকেট হারায় তারা।

সেখান থেকে হাল ধরেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৬ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন।

পরে হ্যারি ব্রুকসের ২২ বলে ৪১ এবং ডেভিড ওয়াইজের ৮ বলে ২৮ রান লাহোরকে বড় লিড এনে দেয়। মুলতানের আসিফ আফ্রিদি ১৯ রানে ৩ উইকেট নেন।

জবাবে দারুণ বোলিংয়ে শুরুতেই মুলতানকে কোণঠাসা করে ফেলে হাফিজ। পরের কাজটা করে ফেলেছেন অধিনায়ক আফ্রিদি। ৬৩ রানে ইনিংসের অর্ধেক হারানো মুলতান কখনোই লড়াইয়ে ছিল না।

টপ অর্ডারের ছয় ব্যাটারের কেউই তিরিশ ছুঁতে পারেননি। সাত নম্বরে নামা খুশদিল শাহ যদি ২৩ বলে ৩২ রান না করতেন, তাহলে বিব্রতকর অবস্থা আরও বেশি হতো।

আরো পড়ুনঃ

লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি ৩০ রানে ৩ উইকেট নেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ের পর ২৩ রানে ২ উইকেট নিয়ে ফাইনালে ওঠেন হাফিজ। তবে টুর্নামেন্টের সেরা মুলতান হয়েছেন পরাজিত মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।