পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছেন, আগামী রবিবার থেকে পলিথিনের উৎপাদকদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালানো হবে। এই উদ্যোগের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানকালে তিনি এ কথা বলেন।
এ সময়, তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মনিটরিং কমিটির সদস্যরা বাজারে গিয়ে সাধারণ মানুষকে পলিথিনের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। পাশাপাশি দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেন এবং ভবিষ্যতে পলিথিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
গত ১ অক্টোবর থেকে দেশের সুপারশপগুলোতে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধের কার্যক্রম শুরু হয়। বর্তমানে অধিকাংশ সুপারশপে ক্রেতাদের পাট, কাগজ ও কাপড়ের ব্যাগে পণ্য দেওয়া হচ্ছে।
এছাড়া, ২৪ সেপ্টেম্বর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা করেছিলেন যে, ১ নভেম্বর থেকে পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ করা হবে। এর আওতায় কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে। উল্লেখ্য, ২০০২ সাল থেকে পলিথিন ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।
বাংলা নিউজ বিডি হাব/ জাকির হাসান