কক্সবাজারের চকরিয়ায় সিমেন্ট ব্লক তৈরির কারখানার মিক্সার মেশিন চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া পৌরসভার তারচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামের ওমান প্রবাসী। শাহজাহানের ছেলে শাহদাত হোসেন শাহীন (১৭) ও চকরিয়া পৌরসভার কড়ায়াঘোনা এলাকার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (১৮)।
জিহানের বড় ভাই জাহেদুল ইসলাম বলেন, সিমেন্ট ব্লক তৈরির কারখানার মিক্সার মেশিন পরিষ্কার করতে গিয়ে আমার ছোট ভাই নিহত হয়েছে। মেশিন পরিষ্কার করার সময় কীভাবে সুইচ চালু হয়? মালিকানা তার দায় এড়াতে পারে না। আমার ভাইকে আহত হওয়ার পরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, চকরিয়া পৌরসভার তারচপাড়া এলাকায় ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন ও মাস্টার গিয়াস উদ্দিন মিলে একটি সিমেন্ট ব্লক তৈরির কারখানা চালু করেন। বিকাল ৫টায় শাহীন ও জিহানসহ আরও ৬ জন কারখানার ডিউটি শেষ করে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিমেন্টের ব্লক তৈরির মিক্সার মেশিন পরিষ্কার করতে যান। জিহান মেশিনের ভিতরে কাজ করছিল আর শাহীন দাঁড়িয়ে আছে। এ সময় দুর্ঘটনাক্রমে বৈদ্যুতিক সুইচ অন হয়ে গেলে শাহীন মেশিনে পড়ে যায়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।