প্রতীকী ছবি
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর হাজী মুহাসিন রোডে এ ঘটনা ঘটে। সে সাতক্ষীরার আনুলিয়া রাজাপুরের বাসিন্দা খালেক কারিগরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর বাবুখান রোড ২য় স্ট্রিটের বাসিন্দা রং মিস্ত্রি মো. সোহেলকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি পিঠের ডান দিকে আঘাত করে এবং পেটের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে সিটি মেডিকেল সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, রাতে নগরীর হাজী মহসিন রোডে গুলিবিদ্ধ মো. সোহেল নামে এক চিত্রশিল্পীকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।