বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo

বেরিল পালিতা গ্রামের হেমায়েত হোসেন জানান, বেরিল পালিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আকবর শেখ ও বর্তমান ইউপি সদস্য রাজা গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। ফলে বৃহস্পতিবার বিকেলে বেরিল বাজারের একটি দোকানে বসেছিলেন বেরিল পলিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আকবর শেখের ছেলে শরিফুল শেখ। এ সময় রাজা গাজীর সমর্থকরা শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়ভাবে ওই দুই গ্রুপ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে 2008 সালে আকবর শেখের লোকজন রাজা গাজীর লোকজনের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

মাগুরা সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।