সুইডেন আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বিজয় দিবস উপলক্ষে সুইডেন আওয়ামী লীগ রোববার (২২ ডিসেম্বর) স্টকহোমের ফিতিয়া স্কুল হলে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমদ লিটনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আহমদ।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত বাজানো হয়।

সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কাজী কুদ্দুস সহ-সভাপতি মহিউদ্দিন আহমদ লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, সিনিয়র সদস্য জাকারিয়া খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আফছার আহমদ, সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ, শ্রমজীবী ​​সমিতির সভাপতি মো. এবং জনশক্তি বিষয়ক সম্পাদক আবদুস ছালাম, সহ-প্রকাশনা সম্পাদক মো নাসিরুল হক বাবুল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সব্যসাচী বড়ুয়া টিলু, সিনিয়র সদস্য শাহ আলী রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, আবিদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মিঠু, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সমবায় সম্পাদক তারেক কামাল মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. . হুমায়ুন কবির রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তপন ঘোষ, অভিবাসন বিষয়ক সম্পাদক ফাতেমা আমিন, সদস্য আকতার হোসেন, মুবিন ইসলাম, চুন্নু মিয়া, সুইডেন যুবলীগের প্রচার সম্পাদক মিন্টু শেখ প্রমুখ।

  • আওয়ামী লীগ
  • উদযাপন
  • বিজয় দিবস
  • সুইডেন
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।