নাটোরে ঘন কুয়াশায় ছয়টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ট্রাক চালক হোসেন (৩৫) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকার মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে।
সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডাল রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। অপরদিকে একই সময়ে নাটোর-রাজশাহী মহাসড়কের চানপুর এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী (৬০) এক নারী নিহত হয়েছেন।
নাটোরের ঝলমালিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, কুয়াশার কারণে বগুড়া থেকে আসা ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় উভয় পক্ষের তিনটি করে ছয়টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকসহ অন্তত ৬-৮ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বালু বোঝাই ট্রাকের চালক হোসেনকে মৃত ঘোষণা করেন।
এদিকে নাটোর-রাজশাহী মহাসড়কের সদরের চানপুর এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় মানসিক প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ হোসেন।