রাঙামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo


প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওবায়েদ উল্লাহ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ (৪৩) উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, সোমবার রাতে কারিগরপাড়া বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং পূর্ব শত্রুতা আছে কি না সে বিষয়ে পুলিশ ও দলীয় নেতারা কিছু বলতে পারেননি।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী জানান, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালী যাচ্ছিলেন ওবায়েদ উল্লাহ। বালুখালী এলাকা দুর্গম এলাকা। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা আমরা এখনো জানি না। আমরা এই হত্যার বিচার চাই।

রাঙামাটির চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহতের রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি। সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • যুবলীগ নেতা মো
  • কাদামাটি
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।