আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান আজারবাইজানের বাকু থেকে রাশিয়ায় 67 যাত্রী নিয়ে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে অন্তত ৪০ জন যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ২৭ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার কাজাখ শহরের আকতাউয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটি মাটিতে পড়ার সাথে সাথে আগুনে ফেটে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত বিমানের একটি অংশে আবদ্ধ হতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
কাজাখস্তানের জরুরী পরিষেবা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা বিমানের আগুন নিভিয়ে ফেলেছে। তিন শিশুসহ ২৭ জনকে জীবিত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে যে এমব্রেয়ার 190 ফ্লাইট J2-8243 আজারবাইজানের রাজধানী বাকু থেকে চেচনিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বিমানটিকে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়।