এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান কারাগারে – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে নজিবুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্টন মোডেন থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক রোকনুজ্জামান রাকিব এ তথ্য জানিয়েছেন।

গত ৬ অক্টোবর রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরদিন যুবদল নেতা শামীম হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১০ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। এ মামলায় গত ১৮ ডিসেম্বর পুনরায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

  • এনবিআর
  • কারাগার
  • নজিবুর রহমান
  • সাবেক চেয়ারম্যান মো
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।