প্রতীকী ছবি
মেহেরপুরে তাসলিমা খাতুন (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের একটি পুকুর থেকে তাসলিমা খাতুনের বিকৃত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
নিহত তাসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫নং ওয়ার্ড বাগানপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তাসলিমা খাতুনের বিকৃত লাশ উদ্ধারের পরপরই তার ভাইয়ের পরিবারের সবাই পলাতক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গতকাল থেকে তাসলিমা খাতুনকে খুঁজে না পাওয়ায় তার ছেলে রনি একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশের একটি দল তার লাশ উদ্ধার করে।
নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।