নাফনদে চোরাকারবারি-কোস্টগার্ড গোলাগুলিতে নিহত ১ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের সঙ্গে বন্দুকযুদ্ধে জালাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে নাফ নদীর মোহনার নাইক্ষ্যং দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ কোস্ট জানিয়েছে, নিহত জালাল উদ্দিন একজন চোরাকারবারী। এ ঘটনায় মাদক ও অস্ত্রসহ ১৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা। শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম উল হক এ তথ্য জানান।

তিনি বলেন, মায়ানমার থেকে মাদকের চালান ট্রলারে চোরাকারবারিরা পাচার করছে এমন খবরে কোস্টগার্ড টহল নৌকাটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে নৌকাটিকে থামানোর সংকেত দেয়। সিগন্যাল অমান্য করে প্রবল বেগে নৌকাটি কক্সবাজারের দিকে ছুটতে থাকে। এ সময় কোস্টগার্ড ফাঁকা রাউন্ড গুলি ছুড়ে নৌকাটিকে থামতে সংকেত দেয়। একপর্যায়ে ট্রলার থেকে আসা চোরাকারবারিরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় কোস্টগার্ড অ্যাসাল্ট টিম আত্মরক্ষার্থে গুলি ছোড়ে এবং পানির লাইন ও ইঞ্জিন কক্ষ বরাবর নৌকাটি।

কোস্টগার্ড মিডিয়া অফিসার আরও বলেন, পরে কোস্টগার্ডের কর্মীরা ট্রলার থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে। তাকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬ ডাকাত ও মাদক চোরাকারবারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা, তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান চলছে।’

কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত ডাকাত ও মাদক চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিয়ানমার থেকে মাদক চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনার সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বিপুল পরিমাণ মাদক নাফ নদীতে ফেলে দেয়। বাতিলকৃত ওষুধ উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ ব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র জানান, সকালে পুলিশ রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

  • চোরাচালান-কোস্টগার্ডের গোলা
  • নাফনাদ
  • নিহত
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।